রহস্য-রোমাঞ্চে মোড়া ‘সিটি অফ জ্যাকলস’ মুক্তির অপেক্ষায় – The Statement

রহস্য-রোমাঞ্চে মোড়া ‘সিটি অফ জ্যাকলস’ মুক্তির অপেক্ষায় – The Statement

রহস্য-রোমাঞ্চে মোড়া ‘সিটি অফ জ্যাকলস’ মুক্তির অপেক্ষায়

নিজস্ব প্রতিনিধি: পরিচালক রিনো দত্তের প্রথম ছবি ‘সিটি অফ জ্যাকলস’, যা একটি ক্রাইম ড্রামা, খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন জয় সেনগুপ্ত, সায়নী ঘোষ, শান্তিলাল মুখার্জি, খরাজ মুখার্জি, দেবপ্রসাদ হালদার, অমিত সাহা ও আর কে সিং

গল্পের মূল সুর

ছবির কাহিনি গড়ে উঠেছে রহস্য আর থ্রিলারে মোড়া এক ঘটনাকে কেন্দ্র করে, যেখানে একজন সাধারণ মানুষ টাকা ভর্তি একটি ব্যাগ পেয়ে যান। এই অর্থ কি তার জীবন বদলে দেবে, নাকি তাকে নতুন বিপদের দিকে ঠেলে দেবে? এই নিয়েই গল্প এগিয়েছে অন্য এক মোড়ে।

পরিচালকের ভাষায়…

রিনো দত্ত জানিয়েছেন,
“ছবিটি কলকাতায় শ্যুটিং করা হলেও দর্শক এক অন্য কলকাতাকে দেখবেন। প্রতিটি স্তরে দর্শক থ্রিলারের স্বাদ পাবেন।”

প্রযোজনা ও মুক্তি

ছবিটি আর কে সিংয়ের প্রযোজনায় তৈরি হয়েছে। ইতিমধ্যেই শ্যুটিং প্রায় শেষের দিকে, এবং মার্চ মাসে ছবিটি সিনেমাহলে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে

এবার দেখার, এই রহস্যময় গল্প দর্শকদের কতটা আকর্ষণ করতে পারে!

CONTENT OVERVIEW