হঠাৎ করে এক ব্যাগভর্তি টাকা পেয়ে গেলে আপনি কী করবেন? ঠিক
এমনটাই ঘটে এক মধ্যবয়সি পরিযায়ী
শ্রমিকের জীবনে।
তারপর শুরু হয় তার স্বপ্ন দেখা। কিন্তু সেই স্বপ্ন কি সফল হবে? গ্রাম থেকে শহরে এসেছিল সে কাজের খোঁজে। এইসব নিয়েই রিনো দত্ত-র প্রথম ছবি ‘সিটি অফ জ্যাকেল্স’। মূলত থ্রিলার ঘরানার এই ছবিটি। ইতিমধ্যে ছবির অনেকটা শুটিং হয়ে গিয়েছে। এই শ্রমিকের নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার স্বপ্ন আদৌ সফল হবে, নাকি ভেস্তে যাবে, এই সবকিছু নিয়েই এই ক্রাইম ড্রামা। ছবিতে শ্রমিকের চরিত্রে জয় সেনগুপ্ত আর তাঁর প্রেমিকার ভূমিকায় সায়নী ঘোষ। অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, অমিত সাহা, আর. কে. সিং। সবকিছু ঠিকঠাক চললে মার্চ মাসের দিকে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।