‘সিটি অফ জ্যাকলস’ – রহস্যে মোড়া এক নতুন থ্রিলার
#কলকাতা: রহস্য, রোমাঞ্চে মোড়া পরিচালক রিনো দত্তের ক্রাইম ড্রামা ‘সিটি অফ জ্যাকলস’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয় সেনগুপ্ত, সায়নী ঘোষ, শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় ও দেবপ্রসাদ হালদার।
ইতিমধ্যে ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে, যা মূলত কলকাতাতেই হয়েছে। ছবির গল্প আবর্তিত হয়েছে এক সাধারণ মানুষের জীবন ঘিরে, যিনি হঠাৎ টাকা ভর্তি একটি ব্যাগ পেয়ে যান। নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। কিন্তু সেই স্বপ্ন ধীরে ধীরে এক জটিল পরিস্থিতির জন্ম দেয়।
স্বপ্ন না দুঃস্বপ্ন? রহস্যে ভরপুর গল্প
টাকার হাতছানি কি তাকে নতুন জীবনের দিকে নিয়ে যাবে, নাকি আরও বড় সমস্যার মধ্যে ফেলবে? ‘সিটি অফ জ্যাকলস’-এর গল্প এগিয়েছে এই রোমাঞ্চকর গতিপথ ধরে।
পরিচালকের ভাষায়…
রিনো দত্তের প্রথম পরিচালনা এই ছবি। তাঁর কথায়,
“এই ছবি একটি ক্রাইম ড্রামা। কলকাতা শহরে শ্যুটিং হলেও দর্শক এক অন্য কলকাতাকে দেখতে পাবেন ছবিতে। যার প্রতিটি স্তরে মানুষ থ্রিলারের স্বাদ পাবেন।”
মার্চ মাসের দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এবার দেখার, এই রহস্যময় যাত্রা দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে!