‘City of Jackals’
By – TIMESOFINDIA.COM | Jan 6, 2021, 14:19
দু’বেলা অন্নসংস্থানের জন্য সমাজের প্রান্তিক মানুষদের প্রতিনিয়ত লড়াই করতে হয়। মফসসল থেকে কাজের তাগিদে শহর কলকাতায় আসে তারা। কলকাতা শহরে কাজ করতে এসে এরকম একজন পরিযায়ী শ্রমিকের হাতে হঠাৎই চলে আসে এক ব্যাগ টাকা। আর সেই টাকাই তাকে নতুন জীবনের স্বপ্ন দেখাতে শুরু করে—কাছের মানুষটির সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, মাথার উপরে নিজের তৈরি ছাদের স্বপ্ন।
কথায় বলে, টাকার সঙ্গেই জীবনে আসে সমস্যা। এক্ষেত্রেও তাই হয়। দুশ্চিন্তা, ভয় এবং স্বপ্নকে লালন করার প্রচেষ্টা তাড়া করতে থাকে সেই তথাকথিত অপাংক্তেয় মানুষটিকে। কী হয় তারপর? এইরকমই একটি প্লট নিয়ে নিজের প্রথম ছবির শ্যুটিং করছেন পরিচালক রিনো দত্ত। ছবির নাম ‘সিটি অব জ্যাকেলস’।
ছবিতে শ্রমিকের চরিত্রে অভিনয় করছেন জয় সেনগুপ্ত, আর তাঁর প্রেমিকার চরিত্রে রয়েছেন সায়নী ঘোষ। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অমিত সাহা, দেবপ্রসাদ হালদার প্রমুখ। লকডাউনের আগেই ছবির শুটিং শুরু হয়েছিল। এবার বাকি শুটিং খুব তাড়াতাড়ি শেষ করতে উদ্যোগী পরিচালক।
পরিচালক রিনো দত্তর কথায়,
“একদম অন্যরকমের গল্প নিয়ে কলকাতা এবং পরিযায়ী শ্রমিকদের প্রেক্ষাপটে গল্পটা বলতে চেয়েছি। ছবিটা আজকের দিনে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক।”
তবে, কুণাল খেমু অভিনীত হিন্দি ছবি ‘লুটকেস’-এর গল্পের সঙ্গে এই ছবির কোনওরকম মিল নেই বলে দাবি করেছেন পরিচালক। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হলে আগামী মার্চ মাসে ছবিটি মুক্তি পেতে পারে বলে আশাবাদী রিনো।
পরিচালক জানিয়েছেন,
“কলকাতা শহরেই ছবির সেটিং হয়েছে, কিন্তু দর্শকের সামনে এক অন্যরকম কলকাতা ধরা পড়বে। অধিকাংশ দর্শকের কাছে সেই কলকাতা নতুন লাগবে।”
অভিনেত্রী সায়নী ঘোষ এর আগেও জয় সেনগুপ্তর সঙ্গে কাজ করেছেন। তবে এইবার তাঁদের একসঙ্গে আরও বেশি সংখ্যক দৃশ্যে কাজ করার সুযোগ হয়েছে। জয় সেনগুপ্তর অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন,
“এবার আরও গভীরভাবে কাজ করেছি। শান্তিলাল ও খরাজের মতো দুর্দান্ত অভিনেতাদের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা অসাধারণ। ছবিটা অভিনয় ও পরিচালনা—দুই দিক থেকেই এক সম্পূর্ণ প্যাকেজ।”